মির্জা ফখরুলের দাবি, বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন নয়

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন নয়। এই সরকারের আমলে গণমাধ্যম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বিএফইউজের একাংশের বার্ষিক কাউন্সিলে তিনি এ দাবি করেন।

এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল স্বাধীন গণমাধ্যম। কিন্তু বর্তমানে মিডিয়াকে নিয়ন্ত্রণের জন্য সুবিধামতো আইন ও নীতিমালা করছে সরকার। গণতন্ত্র আর আওয়ামী লীগ একসঙ্গে যায় না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

পরিকল্পিতভাবে দেশকে কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করে ছদ্মবেশী বাকশাল কায়েম করা হয়েছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। এ সময় প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে শোক জানান মির্জা ফখরুল। বলেন, এদেশের গণতন্ত্রমনা জণগন তার কথা মনে রাখবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply