দিয়াকে হারিয়েছে নাসরিন, থাইল্যান্ডে বাংলাদেশের তিন স্বর্ণ জয়

|

আগেই জানা হয়ে গিয়েছিল, থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি স্টেজ-১ এর রিকার্ভ মহিলা এককের স্বর্ণ জিতবে বাংলাদেশ। কেননা, ফাইনালের দুই প্রতিযোগীই বাংলাদেশের। সেখানে দিয়া সিদ্দিকীর প্রতিপক্ষ নাসরিন আক্তার। দিয়াকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে শেষ হাসি হাসেন নাসরিন।

এদিন শুরুর দুই সেট যথাক্রমে ২৮-২৬, ২৮-২৬ পয়েন্টে জিতে এগিয়ে যায় নাসরিন। পরের দুই সেটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও পেরে ওঠেননি দিয়া। তৃতীয় ও চতুর্থ সেটে ২৮-২৮, ২৭-২৭ ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেন দু’জনে। তাতেই নিশ্চিত হয়ে যায় নাসরিনের জয়।

রিকার্ভ মহিলা এককের সোনা ও রুপা দুইটি পদকই এসেছে বাংলাদেশে। থাইল্যান্ডের আর্চারি থেকে এ নিয়ে তৃতীয় সোনার পদক জিতল বাংলাদেশ। এদিনই রিকার্ভ মিশ্র ও মেয়েদের দলগত রিকার্ভে ভারতকে হারিয়ে সেরা হয় বাংলাদেশের আর্চাররা। আর নাসরিন জেতেন দ্বিতীয় স্বর্ণ পদক।

আরও পড়ুন: মেয়েদের দলগত রিকার্ভেও ভারতকে হারালো বাংলাদেশ

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply