জাতিসংঘের ত্রাণ পৌঁছেছে ইউক্রেনে

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের সামি শহরে প্রথমবারের মতো ইউক্রেনে ত্রাণ সরবরাহ শুরু করেছে জাতিসংঘ। খারকিভের পার্শ্ববর্তী শহর সামিতে পৌঁছেছে এই সাহায্য। খবরটি নিশ্চিত করেছে সিএনএন।

কর্তৃপক্ষ জানায়, প্রায় ১৩০ মেট্রিক টন ত্রাণের মধ্যে রয়েছে খাবার, পানি এবং ওষুধ। তবে এই ত্রাণ মাত্র ৩৫ হাজার মানুষের চাহিদা মেটাতে পারবে। ২ লাখ ৬০ হাজারের বেশি জনসংখ্যা অধ্যুষিত শহরটিতে গেল কয়েকদিন ধরেই হামলা চালাচ্ছে রুশ বাহিনী।

জানা গেছে, শহরটির বাইরে রুশ সামরিক বাহিনী অবস্থান নেয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছেন সামির বাসিন্দারা। মানবিক করিডোরের সুযোগে কয়েক হাজার মানুষকে শহরটি থেকে বের করে দেয়া হলেও এখনও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বেশিরভাগ বাসিন্দা।

আরও পড়ুন: শি-বাইডেন বৈঠক: মস্কোয় বেইজিংয়ের সহায়তা ঠেকানোয় যুক্তরাষ্ট্রের জোর

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply