আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদের পঞ্চাশোর্ধ্ব জুটিতে ঘুরে দাঁড়ানোর পথেই ছিল বাংলাদেশ। কিন্তু প্রোটিয়া চায়নাম্যান তাবরাইজ শামসির সাজানো ফাঁদে পা দিয়ে সাজঘরে ফিরে গেছেন মাহমুদউল্লাহ। আর এতেই অনেকটা ভেঙে গেছে টাইগারদের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ জয় নিশ্চিতের স্বপ্ন।
৩৪ রানেই পড়ে গিয়েছিল বাংলাদেশের ৫ উইকেট। বড় রানের জন্য বিখ্যাত জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এমন ব্যাটিং বিপর্যয় থেকে বভাংলাদেশকে কিছুটা হলেও উদ্ধার করেছে আফিফ ও মাহমুদউল্লাহর ৬০ রানের জুটি। ৮৭ বল স্থায়ী এই জুটিতে দুই ব্যাটার দেখিয়েছেন, উইকেট এখনও ব্যাটিংয়ের জন্য দারুণ উপযোগী। কিন্তু উইকেটে জমে যাওয়া মাহমুদউল্লাহ পারেননি বড় রান করতে। উইকেট ঠিকভাবে পড়ে ব্যাটে যখন অনায়াসে বল আনতে পারছিলেন, তখনই তাবরাইজ শামসির পাতা ফাঁদে দিলেন পা। লেগ স্লিপে ক্যাচ দিয়ে চায়নাম্যান শামসির শিকার হয়ে ফেরেন তিনি ২৫ রান করে। অন্যদিকে, দারুণ ব্যাট করছেন আফিফ। ৪১ রানে অপরাজিত থাকা এই বাঁহাতির সাথে ক্রিজে এখন আছেন মেহেদি হাসান মিরাজ।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদার তোপে মাত্র ৩৪ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। রাবাদা ৩টি এবং এনগিডি, পারনেল ও শামসি নিয়েছেন ১টি করে উইকেট। প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৩২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১১০ রান।
আরও পড়ুন: শিরোপা জয় নয়, ৩ পয়েন্টের জন্যই মাদ্রিদের বিরুদ্ধে লড়বে বার্সা
এম ই/
Leave a reply