ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে পূর্বঘোষণা ছাড়াই গত দুদিন ধরে পাম্পগুলোতে (ফিলিং স্টেশন) পেট্রোল সংকট দেখা দিয়েছে। হঠাৎ করে জেলার চৌধুরী পাম্প, রুপসি বাংলা, মেসার্স এনামুল হক পাম্পসহ বেশিরভাগ পাম্পে পেট্রোল না পেয়ে গ্রাহকরা পড়েছেন বিপাকে।
রোববার (২০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক পাম্পেই গ্রাহকদের ফিরিয়ে দেয়া হয়েছে। গ্রাহকরা বলছেন, জনসাধারণকে হয়রানি থেকে রক্ষা করতে এ বিষয়ে সরকারের আরও জোরালো ভূমিকা নেয়া উচিত। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় এই সমস্যা সৃষ্টি হয়েছে। তবে শিগগিরই এ সমস্যা মিটে যাবে বলেও আশাবাদী তারা।
অন্যদিকে, প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্য, কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে খুব শিঘ্রই সমস্যার কারণ চিহ্নত করে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
উল্ল্যেখ, ঠাকুরগাঁও জেলায় মোট ৩১টি পাম্প রয়েছে। এই পাম্পগুলোতে দৈনিক চাহিদা ৯০ হাজার লিটার পেট্রোল।
এসজেড/
Leave a reply