১ বলের ব্যবধানে আফিফ-মিরাজের বিদায়ে ১৯৪’এ থামলো বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

ইনিংসের শুরুতে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়, মাঝের দিকে আফিফের সাথে মাহমুদউল্লাহ ও মিরাজের লড়াই এবং শেষ ৫ ওভারে টেল এন্ডারদের টিকে থাকা; বাংলাদেশের ইনিংসের সারসংক্ষেপ এই তিনটি ধাপ। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তাই প্রথমে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ৫০ ওভারে মাত্র ১৯৪ রান।

ম্যাচটি জিতে সিরিজ জয় নিশ্চিত করা হবে এক ম্যাচ হাতে রেখেই, এমন লক্ষ্য সামনে রেখে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ৩৩ তম জন্মদিনটা রাঙাতে পারেননি তিনি, ফিরে গেছেন মাত্র ১ রান করেই। সাকিব আল হাসানও পারেননি ব্যাট হাতে গত ম্যাচের বীরত্বের পুনরাবৃত্তি ঘটাতে। কাগিসো রাবাদার বলে আউট হয়ে ফিরেছেন তিনি রানের খাতা খোলার আগেই। এরপর, ওয়ান্ডারার্সের বাউন্সি উইকেটকে কাজে লাগিয়ে রাবাদা তুলে নেন ইনফর্ম লিটন দাস এবং ইয়াসির আলিকে। দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন কেবল লিটন ও মুশফিকুর রহিম। দলে ফেরা বর্ষীয়ান প্রোটিয়া পেসার ওয়েইন পারনেলের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ১২ রান করে দলকে আরও বিপর্যয়ের মুখে ফেলে প্যাভিলিয়নে ফেরেন মিস্টার ডিপেন্ডেবল।

৩৪ রানে ৫ উইকেট হারিয়ে যখন ধুঁকছে বাংলাদেশ, তখন বড় রানের জন্য বিখ্যাত ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বাংলাদেশকে কিছুটা হলেও উদ্ধার করেছে আফিফ ও মাহমুদউল্লাহর ৬০ রানের জুটি। ৮৭ বল স্থায়ী এই জুটিতে দুই ব্যাটার দেখিয়েছেন, উইকেট এখনও ব্যাটিংয়ের জন্য দারুণ উপযোগী। কিন্তু উইকেটে জমে যাওয়া মাহমুদউল্লাহ পারেননি বড় রান করতে। উইকেট ঠিকভাবে পড়ে ব্যাটে যখন অনায়াসে বল আনতে পারছিলেন, তখনই তাবরাইজ শামসির পাতা ফাঁদে দিলেন পা। লেগ স্লিপে ক্যাচ দিয়ে চায়নাম্যান শামসির শিকার হয়ে ফেরেন তিনি ২৫ রান করে। অন্যদিকে, দারুণ ব্যাট করে গেছেন আফিফ। এরপর ক্রিজে আসা মেহেদি মিরাজের সাথে গড়েছেন ৮৬ রানের জুটি। দলীয় রান ২২০-২৩০ হতে পারে, এমন ক্ষেত্র প্রস্তুত করার পর ১ বলের ব্যবধানে রাবাদার শিকার হয়েছেন দারুণ খেলতে থাকা এই দুই ব্যাটার। ৭২ রান করে রাবাদাকে পুল করতে গিয়ে আউট হন বাংলাদেশ ইনিংসের মেরুদণ্ডের কাজ করা আফিফ হোসেন। একই ওভারে রাবাদার স্লোয়ারে বিভ্রান্ত হয়ে বিদায় নেন মিরাজও।

এরপর টেল এন্ডাররা ওভারের কোটা পূরণ করেছেন। তবে জোহানেসবার্গে প্রত্যাশিত সংগ্রহের অনেক নিচে থেকেই প্রোটিয়াদের ব্যাট করার চ্যালেঞ্জ জানালো বাংলাদেশ। তবে এই লড়াইয়ের পুঁজিটাও আফিফেরই এনে দেয়া। কাগিসোর রাবাদার ৩৯ রানে ৫ উইকেট শিকারের দিনেও ব্যাট হাতে প্রতিরোধ গড়েছেন এই তরুণ বাঁহাতি ব্যাটার।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply