ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে নিহত জর্জিয়ার ৩ নাগরিক

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে স্বেচ্ছায় যুদ্ধ করতে গিয়ে রুশ বাহিনীর বোমা হামলায় জর্জিয়ার তিন নাগরিক নিহত হয়েছেন। খবর আরব নিউজের।

জর্জিয়ার পার্লামেন্টের চেয়ারম্যান শালভা পাপুয়াশভিলি শনিবার এ কথা জানান। নিহত তিন যোদ্ধা হলেন, ডেভিট রাটিয়ানি, গিয়া বেরিয়াশভিলি ও বাখভা চিকোবাভা।

শালভা পাপুয়াশভিলি বলেন, দুখজনকভাবে রাশিয়া এখনও হামলা অব্যাহত রেখেছে এবং এর কারণে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। রুশ হামলায় আমাদের তিন যোদ্ধাও নিহত হয়েছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply