নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় ৬ জনের মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ।
রোববার (২০ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আফসার উদ্দিন নামের ওই লঞ্চটিতে ৪০-৫০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।
লঞ্চ মালিক সমিতির নেতারা জানান, ৪০/৪৫ যাত্রী নিয়ে এমভি আফসার নামের লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাচ্ছিল। কয়লাঘাট এলাকায় পৌঁছালে লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দেয় এমভি রূপসী নামের পণ্যবাহী একটি জাহাজ। ধাক্কা দেয়ার ৩ থেকে সাড়ে ৩ মিনিটের মাথায় লঞ্চটি ডুবে যায়। এ সময় ১০/১২ জন যাত্রী নদীতে ঝাঁপিয়ে পড়ে তীরে উঠে আসতে সক্ষম হন।
আহত একজনকে উদ্ধারের পর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে বেশিরভাগ যাত্রীই নিখোঁজ রয়েছেন বলে জানান লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদল। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী দল।
ইউএইচ/
Leave a reply