সিরাজগঞ্জের তাড়াশে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা

|

বউ মেলা।

সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের তাড়াশে শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজার উপলক্ষে গ্রামীণ ঐতিহ্য হিসেবে যুগ যুগ ধরে চলে আসছে ঐতিহ্যবাহী বউ মেলা। নিয়ম অনুযায়ী ফের শুরু হয়েছে এই ঐতিহ্যবাহী মেলা।

শনিবার (১৯ মার্চ) সকাল থেকে উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজারে এ বউ মেলা শুরু হয়েছে, চলবে সোমবার (২১ মার্চ) সন্ধ্যা পর্যন্ত। শত শত বউ-শাশুড়ি এ মেলায় উৎসবের আমেজে কেনাকাটা করেন।

শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজারের মুতাওল্লি আব্দুল হাই সরকার যমুনা টেলিভিশনকে বলেন, ভারতের আজমীর শরীফের পীর খাজা মইনুদ্দিন চিশতীর (রহ.) আধ্যাত্মিক গুরু নওগাঁর হাজী শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজারে তিনদিন ব্যাপী বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়। ওরস উপলক্ষে শেষের দিন শনিবার থেকে ওই ঐতিহ্যবাহী বউ মেলার আয়োজন করা হয়।

মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাই বলেন, তাড়াশ, উল্লাপাড়া, পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর ও নাটোরের গুরুদাসপুর এই চার উপজেলার হাজার হাজার নারীদের উপস্থিতিতে মেলার স্থল সরগরম হয়ে ওঠে। বিশেষ করে তিনদিনের জন্য বউ-শাশুড়িরা কেনাকাটায় মেতে ওঠেন। এতে ঐতিহ্যবাহী বউ মেলা এলাকায় বউ-শাশুড়ির মিলনমেলায় পরিণত হয়।

মেলার বিশেষ আকর্ষণ কাঠের তৈরি আসবাবপত্র, গৃহস্থালী জিনিসপত্র, মৃৎপাত্র, প্রসাধনী সামগ্রী, মিঠাই-মিষ্টান্নসহ সব কিছু পাওয়া যায়। বছরের এই দিনটিতে বউ মেলাকে ঘিরে এলাকার ঘরে ঘরে জামাই-ঝিকে নাইওরে আনা হয়। ফলে এলাকায় নারীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply