স্টাফ করেসপন্ডেন্ট, ফেনী:
ফেনীর রেলস্টেশনে এক ভাসমান মানসিক ভারসাম্যহীন নারী পুত্র সন্তানের মা হয়েছে। রোববার (২০ মার্চ) রাত দশটার দিকে একদম স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি সন্তান প্রসব করেন। বর্তমানে ওই প্রসূতি ও শিশু সুস্থ আছেন। তারা ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।
স্থানীয়রা জানান, মহিলাকে এর আগে ফেনীতে দেখা যায়নি। আজকে ট্রেনে করে কোনো জায়গা থেকে এসেছে।
ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. সাইফুল ইসলাম জানান মা ও বাচ্চা দুজনই সুস্থ আছেন। যেহেতু মহিলাটি মানসিক ভারসাম্যহীন, তাকে হাসপাতালে ধরে রাখাটা একটু কঠিন। তারপরও আমরা কিছুদিন তাকে যত্ন করে রাখবো।
সন্তান প্রসবের পর বাচ্চা ও মানসিক ভারসাম্যহীন মাকে দেখাশোনা করছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’র সভাপতি মঞ্জিলা মিমি। তিনি জানান, শিশুটির নাম দিয়েছি মোহাম্মদ আবান আবদুল্লাহ। নবজাতক তার মায়ের বুকের দুধ খায়নি। বাচ্চাটিকে ফিডারে করে খাওয়ানো হচ্ছে। মনে হয়েছে মহিলাটি কোনো ভালো পরিবারের। তার পরিবারের খোঁজ খবর নেয়ার চেষ্টা করছি।
এ পর্যন্ত দশটি নবজাতক পেয়েছেন উল্লেখ করে তিনি জানান, সবাইকে প্রশাসনের মাধ্যমে সামর্থ্যবান ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা সবাই এখন ভালো আছে। ২০২২ সালে এসেও আমাদের দেখতে হয় পাগলিটি মা হয়েছে, বাবা হয়নি কেউ, এ দায় কার?
ওই নারীকে কেউ চিনে থাকলে ০১৮১৩৬৬৬৮৫৪, ০১৮৫৮৭৭৭২৫০ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’র পক্ষ থেকে।
/এডব্লিউ
Leave a reply