ইউক্রেনে সাময়িক অস্ত্রবিরতির সুযোগে আরও ৭ হাজার মানুষ উদ্ধার

|

ছবি: সংগৃহীত

সাময়িক অস্ত্রবিরতির সুযোগে ইউক্রেনের আরও ৭ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। খবর বার্তা সংস্থা এপির।

দেশটির উপ-প্রধানমন্ত্রী জানিয়েছেন, কার্যকর রয়েছে অন্তত সাতটি মানবিক করিডর। উদ্ধার পাওয়া মানুষদের মধ্যে ৪ হাজারই মারিওপোলের বাসিন্দা। তাদের জেপোর-জাইয়া শহরে সরানো হয়েছে। আরও মানুষকে উদ্ধারে সোমবার বন্দর নগরীতে পাঠানো হবে ৫০টি বাস।

এদিকে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন- UNHCR’র তথ্য অনসুসারে, চলমান যুদ্ধে বাস্তুচ্যুত কোটির কাছাকাছি মানুষ। যাদের মাঝে ৩৫ লাখের বেশি ঠাঁই নিয়েছেন প্রতিবেশী দেশগুলোয়। যাদের অর্ধেকই শিশু। বাকিরা দেশেই গোলাবর্ষণে হারিয়েছেন ঘরবাড়ি, আশ্রয় নিয়েছেন বাংকার বা আশ্রয়কেন্দ্রে। জাতিসংঘের হিসাবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই সর্বোচ্চ শরণার্থীর সংখ্যা।
আরও পড়ুন: পুতিনের সঙ্গে সমঝোতায় প্রস্তুত, ব্যর্থ হলে তৃতীয় বিশ্বযুদ্ধ: জেলেনস্কি
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply