যুক্তরাষ্ট্রে যে কোন মুহূর্তে ভয়াবহ সাইবার হামলা চালাতে পারে রাশিয়া, এমন আশঙ্কার কথা জানালেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার (২১ মার্চ) মার্কিন ব্যবসায়ীদের সাথে এক সম্মেলনে এ আশঙ্কার কথা বলেন তিনি।
সাইবার হামলা থেকে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।
তার আশঙ্কা, বেসরকারি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে চালানো হতে পারে ভয়ঙ্কর সাইবার হামলা। বাইডেন বলেন, সাইবার সক্ষমতার দিক থেকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অবস্থানে পৌঁছেছে রাশিয়া। ইউক্রেনে অভিযানের জেরে ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের ওপর আলাদা নজর রয়েছে পুতিন প্রশাসনের। তাই খুব দ্রুতই এ হামলার জন্য যুক্তরাষ্ট্রকে টার্গেট করা হয়েছে। এ বিষয়ে গোয়েন্দা তথ্য রয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
এসময় জো বাইডেন বলেন, আমাদের শক্তিলাশী অবস্থানকে নড়বড়ে করে দিতেই সাইবার হামলার পরিকল্পনা করেছে রাশিয়া। পুতিন আবারও এই ধরণের হামলার কৌশলে ফিরেছেন। দেশের স্বার্থ রক্ষায় সবাইকে বাড়তি সতর্ক থাকতে হবে। এই বার্তাকে কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। আমাদের প্রযুক্তি ব্যবস্থা আরও সুরক্ষিত করতে হবে।
/এসএইচ
Leave a reply