জেএসএস ও মগ লিবারেশন পার্টির সংঘর্ষে উত্তপ্ত পার্বত্য চট্টগ্রাম, ৩ জন নিহত

|

পার্বত্য চট্টগ্রামের রাজস্থলী নামক জায়গায় জেএসসএস ও মগ লিবারেশন পার্টির সংঘর্ষে তিনজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা কোন পক্ষের তা নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (২২ মার্চ) এ ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জনপ্রতিনিধি জানিয়েছেন, আজ সকালে মগ লিবারেশন পার্টির দশ-বারোজনের একটি দল বান্দরবান থেকে রাজস্থলীর দিকে যাচ্ছিল। এ খবর পেয়ে জেএসএস মূল দলের অন্তত ৫০ জনের একটি দল তাদের ওপর গোলাবারুদসহ অতর্কিতে আক্রমণ করে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করছেন স্থানীয় ওই জনপ্রতিনিধি।

এছাড়া এলাকাটি কোন জেলায়, রাঙ্গামাটি নাকি বান্দরবান, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। উভয় এলাকার প্রশাসনই দাবি করছে, তাদের এলাকায় এ সংঘর্ষ ঘটেনি। সেনাবাহিনীও বলছে স্থানটির প্রশাসনিক এলাকা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

মূলত সম্প্রতি বেশকিছুদিন ধরেই পাহাড়ের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সকালের ঘটনার পর স্থানটিতে অনেক গোলাবারুদ দেখতে পাওয়া গেছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী ঘটনাস্থলের দিকে যাচ্ছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply