‘প্রতি তিন ইউক্রেনীয়র মধ্যে একজনের প্রয়োজন মানবিক সহায়তা’

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রত্যেক তিনজন বাসিন্দার মধ্যে একজনের প্রয়োজন মানবিক সহায়তা। সোমবার (২১ মার্চ) এ তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা (আইসিআরসি)।

সংস্থাটির বিবৃতি অনুসারে, লড়াই-সংঘাতের কারণে ইউক্রেন থেকে বেরোতে পারছে না এক কোটি ২০ লাখের বেশি মানুষ। তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় প্রচণ্ড ঠাণ্ডায় দিন কাটাচ্ছেন। সাময়িক অস্ত্রবিরতি দেয়া হলেও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় আক্রান্তদের কাছে পৌঁছানো যাচ্ছে না প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী। নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় কোথায় আশ্রয় নিয়েছেন সাধারণ ইউক্রেনীয়রা, সেটাও বুঝতে পারছেন না উদ্ধারকর্মীরা। সে কারণে অসুস্থদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে।

ছবি: সংগৃহীত

এ ছাড়া, প্রতিবেশী দেশগুলোয় ঠাঁই নেয়া ইউক্রেনীয়দের জন্যেও প্রয়োজন মানবিক সহযোগিতা, এমন আহ্বান জানিয়েছে রেডক্রস। সংস্থাটি বলছে, দ্রুত ফুরিয়ে আসছে সেই দেশগুলোর খাবারের মজুদ।

আরও পড়ুন: রকেট মজুদ ছিল বলেই শপিং সেন্টারে হামলা হয়েছে, মস্কোর সাফাই

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply