রংপুর মেডিকেলে একসাথে চার সন্তানের জন্ম দিলেন মা

|

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন এক মা। এর মধ্যে তিনজন কন্যা এবং একজন পুত্র সন্তান। এর মধ্যে বুধবার (২৩ মার্চ) দুপুরে মারা গেছে পুত্র সন্তানটি। তবে মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় প্রসবের পর চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে ছিলেন মা। বর্তমানে কিছুটা সুস্থ আছেন তিনি।

কুড়িগ্রাম সদর উপজেলার মনিরুজ্জামান বাঁধন এবং আশা বেগম দম্পতির ঘরে এসেছে চার সন্তান। অবশ্য আগে থেকেই বিষয়টি জানতেন তারা। সাহস নিয়ে চার সন্তানকে জন্ম দিতে মাসখানেক আগে রংপুরে একটি বাসা ভাড়া নিয়ে চিকিৎসা করাতে থাকেন। মঙ্গলবার (২২ মার্চ) রাত নয়টা ৪০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে সিজারের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ ৩ কন্যা ও এক পুত্র জন্ম দেন মা আশা বেগম। তবে বুধবার দুপুরে মারা যায় পুত্র সন্তানটি।

হাসপাতালটির কর্তব্যরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার তাহসিনা বিনতে আবেদ জানান, মা আশা বেগমের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এ কারণে তাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে অবজারভেশনে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা পর তার শরীরের অবস্থা সম্পর্কে বলা যাবে।

বাবা মোহাম্মদ মনিরুজ্জামান বাঁধন জানান, আমরা ‌আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে জানতে পারি আমার স্ত্রী আশা বেগমের গর্ভে একসাথে চার সন্তান রয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ফৌজিয়া ম্যাডামের অধীনে চিকিৎসা নেই। সন্তান ডেলিভারির দিন এগিয়ে আসায় গত একমাস আগে আমি আমার স্ত্রীকে নিয়ে রংপুরে বাড়ি ভাড়া নেই এবং চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে থাকি। তাদের পরামর্শে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করি এবং রাত ৯টা ৪০ মিনিটে আমার স্ত্রী একসাথে তিন কন্যা এবং এক পুত্র জন্ম দেন। তবে বুধবার মারা যায় পুত্র সন্তানটি। বাবার অভিযোগ, জীবিত তিন সন্তানেরও সুচিকিৎসা দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

মনিরুজ্জামান ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি করেন। চার সন্তানকে দেখতে শিশু ওয়ার্ডে ভিড় জমিয়েছেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের রোগী এবং অভিভাবকরা। তাদের প্রত্যাশা, সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠুক শিশুরা। এজন্য সঠিক চিকিৎসাসেবা দেয়ার দাবিও তাদের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে একসাথে ৩ জনের জন্মগ্রহণের রেকর্ড আছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply