চীনে বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স ও আরোহীদের সন্ধানে চলছে চিরুনি অভিযান

|

ছবি: সংগৃহীত

চীনে গত এক দশকের মধ্যে হওয়া ১ম বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া বিমানের ব্ল্যাকবক্স এবং ১৩২ আরোহীর সন্ধানে চলছে তল্লাশি। দেশটির দমকল কর্মী ও প্যারামিলিটারি পুলিশের যৌথ উদ্যোগে ব্ল্যাকবক্সের সন্ধানে চলছে চিরুনি অভিযান। খবর বিবিসির।

মঙ্গলবার (২২ মার্চ) চীনের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে বিবিসি জানায়, প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে, কন্ট্রোল টাওয়ার গোলযোগ বুঝতে পারার আড়াই মিনিটের মাথায় বিধ্বস্ত হয় বিমানটি। এসময়, পাইলটকে বারবার সতর্কবার্তা দেয়া হলেও মেলেনি সাড়া।

জানা গেছে, বিমানটির ধ্বংসাবশেষ খুঁজতে পাহাড়ি এলাকায় অনুসন্ধান চালাচ্ছেন ৬ শতাধিক নিরাপত্তা কর্মী। এছাড়াও, প্রস্তুত রাখা হয়েছে ৩০টি হেলিকপ্টার এবং বিশেষ মেডিকেল টিম।

চীন সরকার বলছে, অভ্যন্তরীন রুটের ওই ফ্লাইটে কোনো বিদেশি নাগরিক ছিলেন না।

প্রসঙ্গত, সোমবার (২১ মার্চ) দুপুরে, কুনমিং থেকে গুয়াংঝুতে যাওয়ার পথে বিমানটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। যা ছিলো বোয়িং সেভেন-থ্রি-সেভেন সিরিজের বিমান। তাতে ছিলেন ৯ ক্রু ও ১২৩ যাত্রী।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply