র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার জটিল প্রক্রিয়া: পররাষ্ট্রমন্ত্রী

|

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি।

র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার একটি জটিল প্রক্রিয়া, এজন্য দুই দেশের মধ্যে আরও আলোচনা দরকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট বিমসটেকের ৫ম শীর্ষ সম্মেলন নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। জানিয়েছেন, অর্থনৈতিক এ জোটের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিমসটেক সনদ চূড়ান্ত হচ্ছে এবারের সম্মেলনে। এর ফলে বিমসটেক দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য তিনগুণ বাড়বে বলে আশা করেন এ কে আব্দুল মোমেন।

৩০ মার্চ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় শুরু হচ্ছে বিমসটেকের এ সম্মেলন। তাতে ভার্চুয়ালি যুক্ত হবেন জোটভুক্ত দেশগুলোর শীর্ষ নেতারা। জোটভুক্ত দেশগুলোর মধ্যে সড়ক ও রেল যোগাযোগ বাড়াতে বিমসটেক নেতারা এ সম্মেলনে উদ্যোগ নেবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply