স্বাক্ষর ভাইরাল, সজারু নাকি ময়ূর?

|

ছবি: সংগৃহীত

অনেক রকম স্বাক্ষর দেখেছেন, তাই বলে এমন স্বাক্ষর দেখেছেন কী? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্বাক্ষর ভাইরাল হয়েছে, যা নিয়ে মিমের বন্যা বইছে। কেউ রসিকতা করে বলেছেন, স্বাক্ষরকারী হয়তো সজারু আঁকতে গিয়েছিলেন। কেউ আবার এই স্বাক্ষরের সঙ্গে পেখম মেলা ময়ূরের সাদৃশ্য খুঁজে পেয়েছেন!

সাধারণত নিজের স্বাক্ষর যেন কেউ নকল করতে না পারে সেই জন্য নিজস্ব ভঙ্গি বা কৌশলে অনেকে স্বাক্ষর করে থাকেন। কিন্তু ভাইরাল হওয়া এই স্বাক্ষরটি একদমই ব্যতিক্রম; দেখতে অনেকটা পেখম মেলা ময়ূরের মতো। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল হওয়া স্বাক্ষরটি গুয়াহাটি মেডিকেল কলেজের অস্থিবিভাগের রেজিস্ট্রারের।

রমেশ নামের এক টুইটার ব্যবহারকারী স্বাক্ষরটি শেয়ার করে লিখেছেন, আমি অনেক ধরনের স্বাক্ষর দেখেছি। কিন্তু এটি সর্বশ্রেষ্ঠ। আবার কেউ কেউ স্বাক্ষরটি শেয়ারের পর তা সজারুর সঙ্গে তুলনা করেছেন। আবার কেউ কেউ তো ড্যান্ডেলিয়ন ফুলের সঙ্গেও তুলনা করেছেন স্বাক্ষরটিকে।

এদিকে, ভাইরাল হওয়া স্বাক্ষরটির নিচে তারিখ দেয়া ৪ মার্চ। আর এর ওপরে লেখা ‘ভেরিফায়েড’।
আরও পড়ুন: সিগারেটের থেকেও বেশি ক্ষতিকারক ডিম?
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply