রুশ আক্রমণে এ পর্যন্ত ১২১ শিশু নিহত: ইউক্রেন

|

ছবি: সংগৃহীত।

ইউক্রনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১২১ শিশু নিহত এবং ১৬৭ জন আহত হয়েছে বল জানিয়েছে ইউক্রেনের প্রসিকিউটর অফিস। বুধবার (২৩ মার্চ) আল জাজিরা এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানায়।

টেলিগ্রামে পোস্ট করা প্রসিকিউটর অফিসের এক বিবৃতি অনুসারে, শিশুদের মধ্যে এই আক্রমণের সর্বশেষ শিকার ছিল একটি ৯ বছর বয়সী মেয়ে এবং একটি ১৪ বছর বয়সী ছেলে। তাদের দুজনেই পূর্ব দোনেৎস্ক অঞ্চলের ইউক্রেন নিয়ন্ত্রিত অংশে নিহত হয়েছেন বলে জানা গেছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত ১৭ মার্চ কিয়েভের শহরতলির বুচা এলাকায় এক রাশিয়ান সৈন্য ১৪ বছর বয়সী এক কিশোরের সামনেই তার বাবাকে হত্যা করে। এতে ঐ বালক আহত হয় ও সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া আরও জানানো হয়, রুশ বাহিনীর গোলাবর্ষণে ২২০টিরও বেশি বিদ্যালয় ও ১৫৫টি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: জি-২০ থেকে বহিষ্কার হতে পারে রাশিয়া!

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply