চাঁদপুরে ২০ হাজার কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ

|

জব্দকৃত চিংড়ি।

স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:

চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ১০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্ট গার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান।

বুধবার (২৩ মার্চ) দুপুরে এ তথ্য জানান কোস্ট গার্ড সদর দফতরের এ মিডিয়া কর্মকর্তা। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ মার্চ) রাত ১০টা থেকে বুধবার (২৩ মার্চ) সকাল পর্যন্ত চাঁদপুর হরিনা ফেরিঘাট এবং শরীয়তপুর আলু বাজার ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিসিজি স্টেশন চাঁদপুর। এ সময় একাধিক চট্টগ্রামগামী বাসের তল্লাশী চালিয়ে প্রায় ২০ হাজার ১০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।

জব্দকৃত বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট চাঁদপুর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডার লে. মাশহাদ উদ্দিন নাহিয়ানের উপস্থিতিতে মাটির নিচে পুঁতে বিনষ্ট করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply