ব্যক্তিগত ও সামষ্টিক ব্যর্থতা: আমির হামজার প্রসঙ্গে মুক্তিযুদ্ধমন্ত্রী

|

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ফাইল ছবি।

স্বাধীনতা পুরস্কার ২০২২ এর সাহিত্যে মরহুম মো. আমির হামজাকে মনোনীত এর বিষয়ে সৃষ্ট বিতর্কের দায় স্বীকার করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এটি ব্যক্তিগত ও সামষ্টিক ব্যর্থতা।

বুধবার (২৩ মার্চ) স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধমন্ত্রী এ দায় স্বীকার করেন। তিনি বলেন, স্বাধীনতা পুরস্কার নিয়ে পাওয়া তথ্যে ভুল ছিল। এতে কমিটি বিভ্রান্ত হয়েছে। পুরস্কারের জন্য প্রস্তাবিত ৩শ’ আবেদন সঠিকভাবে যাচাই-বাছাই করা সম্ভব হয়নি।

ভুল বুঝতে পেরে এরইমধ্যে তার নাম বাতিল করা হয়েছে উল্লেখ করে আ ক ম মোজাম্মেল হক জানান, বিষয়টি খতিয়ে দেখছে সরকার। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য সতর্ক থাকবে কমিটি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply