তাসকিনের আগুন ঝরা ৫, অল আউটের দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা

|

ছবি: সংগৃহীত

তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে অল আউট হওয়ার দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে একে একে এই স্পিডস্টার ফিরিয়েছেন দলের অন্যতম সেরা ব্যাটার ডেভিড মিলার, বোলিং অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস ও কাগিসো রাবাদাকে। ৫ উইকেট দখল করে দক্ষিণ আফ্রিকা বধ নাটক রচনার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা এই পেসার। প্রতিবেদনটি লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ছিল ২৯ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান।

টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ইয়ানেমান মালান ও কুইন্টন ডি ককের ব্যাটে শুরুটা ভালোই ছিল প্রোটিয়াদের। কিন্তু মেহেদি মিরাজ বোলিংয়ে এসে ডি কককে ফিরিয়ে দেয়ার পরই যেন মড়ক লাগে ডি ককদের ইনিংসে। ৪৬ রানের উদ্বোধনী জুটির পর আসে তাসকিন আহমেদের জোড়া আঘাত, যাতে ফিরে যান কাইল ভেরাইন্না ও ক্রিজে থিতু হয়ে যাওয়া ওপেনার ইয়ানেমান মালান।

এরপর বোলিংয়ে এসে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। বাভুমা সাজঘরে ফেরেন মাত্র ২ রান করে। এরপর প্রোটিয়া ব্যাটিং অর্ডারে নির্ভরতার নাম ভ্যান ডার ডাসেনকে লাফিয়ে ওঠা বলে হতভম্ব করে দেন শরিফুল। পয়েন্টে মিরাজের হাতে ক্যাচ দেয়া ছাড়া অন্য কোনো উপায়ই তার জন্য রাখেননি বাংলাদেশের বাঁহাতি পেসার। ডেভিড মিলারকে সাথে নিয়ে পাল্টা আক্রমণে যখনই দলকে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন প্রিটোরিয়াস, তখনই আবার আঘাত হানেন তাসকিন। মুশফিকুর রহিমের হাতে প্রিটোরিয়াসকে ক্যাচ দিতে বাধ্য করে দক্ষিণ আফ্রিকাকে একা ডেভিড মিলারের কাঁধে নিয়ে ফেলেন এই ডানহাতি। এরপর অবশ্য সেই মিলারকেও মুশফিকের হাতে তালুবন্দি করে সর্বশেষ বড় বাঁধা উপড়ে ফেলেন এই স্পিডস্টার।

প্রথম স্পেলে ইয়ানেমান মালান ও কাইল ভেরাইন্নাকে আউট করে ম্যাচে বাংলাদেশের আধিপত্য প্রতিষ্ঠিত করেছিলেন তাসকিন। এরপরের স্পেলে মিলার, প্রিটোরিয়াস ও রাবাদাকে সাজঘরে ফিরিয়ে ম্যাজিক ফিগার ‘৫ উইকেট’ অর্জন করেছেন এই স্পিডস্টার। এ পর্যন্ত ৮ ওভার বল করে ৩০ রানে ৫ উইকেট তুলে নিয়েছে তাসকিন আহমেদ। এই পেসারের আগুন ঝরা ৫ উইকেটে সিরিজ জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply