পূর্ব ইউরোপে আরও সেনা মোতায়েন করবে ন্যাটো

|

ন্যাটোর মহাসচিব জেনস স্টোলটেনবার্গ। ছবি: সংগৃহীত

পূর্ব ইউরোপে আরও সেনা মোতায়েন করবে ন্যাটো। বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন সামরিক জোটটির মহাসচিব জেনস স্টোলটেনবার্গ। খবর বিবিসির।

তিনি বলেন, সামরিক বহর বাড়ানো হবে স্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া ও রোমানিয়ায়। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ন্যাটো সম্মেলনে এ সংক্রান্ত ঘোষণা আসবে এমন ইঙ্গিত দেন তিনি।

জোটের সম্মেলনে যোগ দিতে বুধবার বেলজিয়ামে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজ জানায়, ইউরোপ সফরকালে রাশিয়ার বিরুদ্ধে একগুচ্ছ নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করবেন বাইডেন। একইসাথে জি সেভেন ও ইইউ সম্মেলনেও যোগ দেবেন তিনি। সফরে ওয়ারশতে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সাথেও বৈঠক করবেন বাইডেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply