মুজিবকে বাংলাদেশি বানিয়ে দিলো আইসিসি!

|

মুজিব উর রহমান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি হালনাগাদ করেছে প্লেয়ার্স র‍্যাঙ্কিং। যেখানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সেরা ১০ বোলারের তালিকা করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছে।

আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমানের পাশে বসিয়ে দিয়েছে বাংলাদেশের পতাকা। র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা মুজিবের রেটিং পয়েন্ট ৬৮১। তালিকায় বাংলাদেশের একমাত্র বোলার মেহেদী হাসান মিরাজ।

দক্ষিণ আফ্রিকায় প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করা মিরাজ রয়েছেন সেরা দশের ৭ নম্বরে। এক নম্বরে থাকা কিউই পেসার ট্রেন্ট বোল্টের রেটিং পয়েন্ট ৭৩৭। দুই নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। এই অজি পেসারের রেটিং পয়েন্ট ৭০৯। তিন নম্বরে ৭০০ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস।

আইসিসি বুঝতে পেরেছে, পতাকার জায়গায় বড় একটি ভুল করে ফেলেছে তারা। মুজিব উর রহমান আফগানিস্তানের লেগ স্পিনার। ভুল করে তার নামের পাশে বাংলাদেশের পতাকা লাগিয়ে দেয়া হয়েছে। অবশ্য আইসিসির ওয়েবসাইটে মুজিবের নামের পাশে এখন আফগান পতাকাই শোভা পাচ্ছে।


আরও পড়ুন: বাংলাদেশের কাছে সিরিজ হেরে আইপিএলকে দুষলেন বাভুমা!
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply