পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে আইনি নোটিশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে দলের আইনবিষয়ক সম্পাদক আইনজীবী কায়সার কামাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিকানায় আইনি নোটিশটি পাঠান।
নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্যের সত্যতা প্রমাণ নয়তো প্রতিমন্ত্রীকে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথার তার বিরুদ্ধে মামলা করা হবে।
সম্প্রতি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, তারেক রহমান লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট জমা দিয়ে নাগরিকত্ব বর্জন করেছেন। এই বক্তব্যকে অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানানো হয় নোটিশে। পাশাপাশি এই খবর প্রচারের জন্য ২টি দৈনিক সংবাদপত্রকেও নোটিশ পাঠানো হয়েছে।
এর আগে দুপুরে, রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান।
তারেক বাংলাদেশি পাসপোর্ট জমা দিয়ে লন্ডনের পাসপোর্ট নিয়েছেন বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য মিথ্যা বলে দাবি করে প্রমাণ থাকলে তা গণমাধ্যমে প্রকাশ করতে বলেন রিজভী আহমেদ।
Leave a reply