‘পূর্ব ইউরোপে আরও ৪০ হাজার সেনা মোতায়েন করবে ন্যাটো’

|

ন্যাটো মহাসচিব জেনারেল জেন্স স্টলটেনবার্গ

পূর্ব ইউরোপে আরও ৪০ হাজার সেনা মোতায়েন করবে ন্যাটো, বলে জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেনারেল জেন্স স্টলটেনবার্গ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ব্রাসেলসে অনুষ্ঠিত ন্যাটোর সম্মেলনে এলো ঘোষণাটি।

ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ জানান, নিজ অঞ্চলের সুরক্ষার জন্যেই এ সিদ্ধান্ত গ্রহণ করেছে সদস্য রাষ্ট্রগুলো। সেই অনুসারে, স্লোভাকিয়া-রোমানিয়া-হাঙ্গেরি ও বুলগেরিয়ায় মোতায়েন করা হবে নতুন চারটি ব্রিগেড। যেগুলোয় থাকবেন দক্ষ ৪০ হাজার সেনা। ঠিক কবে নাগাদ এসব সেনারা নিযুক্ত হবেন- সেটি অবশ্য জানা যায়নি সম্মেলনে।

ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, সার্বভৌম রাষ্ট্র ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে বড় ভুল করেছেন রুশ প্রেসিডেন্ট। তিনি দেশটির সামরিক সক্ষমতা এবং প্রতিরোধ শক্তিকে দুর্বল ভেবেছিলেন। কিয়েভকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত ন্যাটো। তাছাড়া, নিজ অঞ্চলের সুরক্ষায় স্লোভাকিয়া-হাঙ্গেরি-বুলগেরিয়া ও রোমানিয়ায় আর ৪০ হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছে, জোট।

এর আগে, ইউক্রেনে রুশ অভিযান শুরুর আগেই, সীমান্তে ন্যাটো তৎপরতা এবং সামরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানাচ্ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদেমির জেলেনস্কি। গেলো কয়েকদিন ধরে, নরওয়েতে দ্বি-বার্ষিক মহড়া চালাচ্ছে ন্যাটো। তখনই ধারণা করা হচ্ছিলো, ইউরোপের পূর্বাঞ্চলে মোতায়েনের জন্যেই সক্ষমতা ঝালিয়ে নিচ্ছে সামরিক জোটটি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply