‘চাপের মুখে নয়, মানবাধিকার ইস্যুতে ইউক্রেনের পক্ষে বাংলাদেশ ভোট দিয়েছে’

|

চাপের মুখে জাতিসংঘে অবস্থান পরিবর্তন করেনি বাংলাদেশ; মানবাধিকার ইস্যুতে ইউক্রেনের পক্ষে ঢাকা ভোট দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শুক্রবার (২৫ মার্চ) সকালে এক সেমিনার শেষে এ কথা জানান।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি ছিল মানবিক সহায়তার জন্য। ইউক্রেন-রাশিয়া সংঘাতে বাস্তুচ্যুত মানুষের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। এই ইস্যুতে আগের অবস্থানের পরিবর্তন হয়নি।

প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার হামলায় সৃষ্ট মানবিক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়ার প্রস্তাবে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি আনা হয়।

এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশসহ ১৪০টি দেশ। এদিন ইউক্রেনে রুশ হামলার সমালোচনা করে এ প্রস্তাব আনা হয়। রাশিয়া, বেলারুশ, ইরিত্রিয়া, উত্তর কোরিয়া ও সিরিয়া ইউক্রেনের বিপক্ষে ভোট দেয়। তবে চীনসহ ৩৮টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে।

অবশ্য, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাস হওয়া এ প্রস্তাব মানার বাধ্যবাধকতা নেই রাশিয়ার। এর আগেও ২ মার্চ ইউক্রেনে হামলা বন্ধে প্রস্তাব পাস হয় সাধারণ পরিষদে। তখন পক্ষে ভোট দিয়েছিল ১৪১টি দেশ। তখন বাংলাদেশ ভোটদানে বিরত ছিল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply