কাল থেকে অনলাইনে পাওয়া যাবে ট্রেনের টিকেট

|

প্রতীকী ছবি।

আজ সন্ধ্যা ৬টা থেকে কাউন্টারের কম্পিউটারের সাহায্যে বাংলাদেশ রেলওয়ের সকল আন্তঃনগর ট্রেনের টিকেট ইস্যু করা যাবে। আর কাল সকাল থেকে অনলাইনেও পাওয়া যাবে ট্রেনের টিকেট।

শুক্রবার (২৫ মার্চ) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে। বিজ্ঞপ্তি আরও জানানো হয়, আগামীকাল সকাল থেকে কাউন্টারের পাশাপাশি eticket.railway.gov.bd পোর্টালের মাধ্যমে অনলাইনেও ট্রেনের টিকেট ইস্যু করা যাবে।

গত কয়েক দিনে অনলাইনে টিকিট বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে ট্রেনের যাত্রীরা। কাউন্টারে টিকিট কিনতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হয় যাত্রীদের। তাই যাত্রীদের ভোগান্তি কমাতে রেলকর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply