ইউক্রেন যুদ্ধে রুশ সেনা নিহতের সংখ্যা জানালো রাশিয়া

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে চলমান যুদ্ধে ১ হাজার ৩৫১ জন রুশ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ হাজার ৮২৫ জন। শুক্রবার রাশিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মিখাইল মিজিন্তসেভ সাংবাদিকদের জানান, যুদ্ধ শুরুর পরে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক, লুহানস্কসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চল থেকে ৪ লাখ ১৯ হাজার ৭৩৬ জন বেসামরিক মানুষকে রাশিয়ায় সরিয়ে আনা হয়েছে। সরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে ৮৮ হাজারের বেশি শিশু রয়েছে। রয়েছেন ৯ হাজার বিদেশি। ইউক্রেন থেকে বেসামরিক ব্যক্তিদের সরিয়ে আনার জন্য পথ খোলা রাখবে রাশিয়া।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর জল, স্থল ও আকাশপথে ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী।

ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর এক মাস গড়িয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশ সেনাদের তুমুল লড়াই চলছে। এর মধ্যেই কয়েক দফায় আলোচনায় বসেন দুই দেশের প্রতিনিধিরা। তবে সেসব আলোচনায় সংকট সমাধানের বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি।
আরও পড়ুন: রাশিয়া জি-২০ জোটে না থাকলে ভয়ানক কিছুই ঘটবে না: পেসকভ
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply