বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর করে বিপাকে বিআইডব্লিউটিএর কর্মচারীরা

|

লঞ্চঘাটে প্রবেশ টিকেট নিয়ে কথা কাটাকাটির জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রকে মারধর করেছে বিআইডব্লিউটিএর কর্মচারীরা। এ ঘটনার প্রতিবাদে লঞ্চ টারমিনালে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পুলিশ ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শুক্রবার (২৫ মার্চ) রাতে বরিশাল নৌ বন্দরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আরিফ, রাকিব ও ইমরান তাদের এক বন্ধুকে পৌঁছে দিতে লঞ্চঘাটে যায়। এসময় টারমিনালে প্রবেশের জন্য টিকেট কাটা নিয়ে বিআইডব্লিউটিএর কর্মচারী মামুনের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এর জেরে মামুনসহ আরও ২/৩ জন মিলে বিশ্ববিদ্যালয় ছাত্রদের মারধর করে।

এ ঘটনা জানাজানি হলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী টারমিনালে অবস্থান নিয়ে মারধরের প্রতিবাদে বিক্ষোভ করে। তারা হামলাকারীদের বিচারের দাবি জানান। এসময় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে, জড়িতদের সাময়িক বরখাস্তসহ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। একই সাথে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ঘাটে প্রবেশ টিকেট ফ্রি ঘোষণা দেন বিআইডব্লিউটিএ বরিশালের যুগ্ম পরিচালক মো. মুস্তাফিজুর রহমান।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply