স্টাফ রিপোর্টার, পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে ১০টি দোকান। আংশিক পুড়েছে আরও ৪টি দোকান।
শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ওই বাজারের মো. ফিরোজ মিয়ার মুদিমনোহরি দোকান থেকে আগুনের সূত্রপাত বলে উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুরজামান শেখ নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে তার স্টেশনের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে তার ধারনা ফিরোজ মিয়ার মুদিমনোহরি দোকানে রাখা গ্যাস সিলিন্ডার বা পেট্রোল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
ক্ষতিগ্রস্থদের দাবী অন্তত ৫০লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে এ ঘটনায়। মুদিমনোহরী, ইলেকট্রনিক্স, রাইসমিল, ঔষধের দোকানসহ মোট ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে। সামনে রমজানের জন্য নতুন মালামাল দোকানে উঠিয়ে সব হারিয়ে পথে বসছে ব্যবসায়িরা।
বাউফল থানার ওসি মো. আল মামুন জানান, খবর শুনে পুলিশ ফায়ার সার্ভিসের সাথে আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন- লাশবাহী গাড়ি না পেয়ে মেয়ের মৃতদেহ কাঁধে নিয়ে ১০ কি.মি. হাঁটলেন অসহায় বাবা! (ভিডিও)
এনবি/
Leave a reply