কবি বেলাল চৌধুরী আর নেই

|

প্রখ্যাত কবি ও সাংবাদিক বেলাল চৌধুরী আর নেই। রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

কিডনি, রক্তশূন্যতা, হাইপোথাইরোটিজসহ নানা জটিল সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন বেলাল চৌধুরী। চার মাস ধরে হাসপাতালে ছিলেন তিনি। সম্প্রতি অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। মঙ্গলবার দুপুরে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ছেলে।

বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও সাংবাদিক বেলাল চৌধুরী ঢাকায় ভারতীয় দূতাবাস থেকে প্রকাশিত ‘ভারত বিচিত্রা’র সম্পাদকের দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। সাহিত্যে অবদানের জন্য ২০১৪ সালে একুশে পদক পান তিনি। পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply