ডাচদের কাছে ডেনিশদের হার, গোল করে এরিকসেনের স্মরণীয় প্রত্যাবর্তন

|

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৪-২ গোলে হেরেছে ডেনমার্ক। মৃত্যুর দুয়ার থেকে ফিরে প্রত্যাবর্তনের ম্যাচে গোল পেলেও জয় বঞ্চিত থাকলো ক্রিশ্চিয়ান এরিকসেনের দল। তবে এই ম্যাচে জয়-পরাজয় ছাপিয়ে বড় হয়ে এসেছে গোল করার মাধ্যমে এরিকসেনের ফিরে আসা।

আন্তর্জাতিক ফুটবলে এরিকসেনের ফেরার দিনটি রাঙাতে পারেনি তার সতীর্থরা। ইয়োহান ক্রুইফ অ্যারেনায় দুবার ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় ডেনমার্কের। তবে বদলি হিসেবে নেমে দুই মিনিটের মধ্যে গোল করে ফুটবল বিশ্বকে ক্রিশ্চিয়ান এরিকসেন জানালেন তার ফেরার বার্তা। এর আগে, গত ১৫ মার্চ জাতীয় দলে ডাক পান এই সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার।

গত জুনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে হৃদরোগে আক্রান্ত হন এরিকসেন। মাঠে দীর্ঘক্ষণ চিকিৎসা দেওয়ার পর তাকে নেওয়া হয় হাসপাতালে। জানুয়ারির দলবদলের শেষ দিন ‘ফ্রি এজেন্ট’ হিসেবে ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডে যোগ দেন এরিকসেন।

আরও পড়ুন: পিছিয়ে পড়েও সুইসদের বিপক্ষে জয় পেল ইংল্যান্ড

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply