ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ টাইগ্রেসদের

|

ছবি: সংগৃহীত

নারী বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের কাছে ১০০ রানের বড় ব্যবধানে হেরে নিজেদের মিশন শেষ করেছে বাংলাদেশ। ইংলিশদের দেয়া ২৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায় টাইগ্রেসরা।

ওয়েলিংটনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ৯৬ রানে প্রথম সারির ৪ ব্যাটারের উইকেট তুলে নিয়ে খেলা জমিয়ে দেয় টাইগ্রেসরা। তবে পঞ্চম উইকেট জুটিতে খেলায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেন জোন্স ও ডাঙ্কলি। ৯৭ বলে তাদের পার্টনারশিপ থেকে আসে ৭২ রান। ম্যাচসেরা সোফিয়া ডাঙ্কলির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৭ রান। এরপর ক্যাথরিন ব্রান্ট ও সোফি এক্লেস্টোনের দুটি ক্যামিওতে ৫০ ওভার শেষে ৬ উইকেটে ২৩৪ রান সংগ্রহ করে ইংল্যান্ড। বাংলাদেশের পক্ষে সালমা খাতুন নেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় টাইগ্রেসরা। উদ্বোধনী জুটিতে শামীমা সুলতানা ও শারমিন আক্তার যোগ করেন ৪২ রান। এরপর ইংলিশদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। লতা মন্ডলের ৩০ ও নিগার সুলতানার ২২ ছাড়া উল্লেখযোগ্য রান সংগ্রহ করতে পারেননি অন্য কোনো ব্যাটার। সোফি এক্লেস্টোন ও চার্লি ডিন নেন ৩টি করে উইকেট।

আরও পড়ুন: সবগুলো নির্বোধ, পাকিস্তানের রক্ষণাত্মক মানসিকতাকে ধুয়ে দিলেন শোয়েব

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply