গ্রানাডায় তৃতীয় দিনেই জয়ের সুবাস পাচ্ছে উইন্ডিজ

|

ছবি: সংগৃহীত

গ্রানাডা টেস্টে চালকের আসনে রয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে ৮ উইকেটে ১০৩ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। হাতে ২ উইকেট নিয়ে মাত্র ১০ রান লিড নিয়ে এরই মধ্যে ইংলিশদের সামনে শঙ্কা জেগেছে টেস্ট হারের।

গতকালের সংগ্রহ ৮ উইকেটে ২৩২ রান নিয়ে দিন শুরু করে স্বাগতিকরা। অলআউট হওয়ার আগে টেল এন্ডারদের দৃঢ়তায় নিজেদের প্রথম ইনিংসে উইন্ডিজের স্কোরবোর্ডে আসে ২৯৭ রান। শতক হাঁকিয়ে ১০০ রানে অপরাজিত থেকে যান ক্যারিবীয় উইকেটকিপার ব্যাটার জোসুয়া ডা সিলভা। ইংলিশদের হয়ে ক্রিস ওকস নেন ৩ উইকেট। ওভারটন, সাকিব মাহমুদ ও বেন স্টোকস নেন দুটি করে উইকেট।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। কাইল মেয়ার্সের বিধ্বংসী বোলিংয়ে ৯৭ রান স্কোর বোর্ডে তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। ওপেনার অ্যালেচ লিস ও মিডল অর্ডারে নামা জনি বেয়ারস্টো ছাড়া দুই ওংকের ঘরে পৌঁছুতে পারেননি আর কোনো ব্যাটার। তৃতীয় সর্বোচ্চ ২০ রান এসেছে অতিরিক্ত খাতে। উইন্ডিজ অলরাউন্ডার কাইল মায়ার্স নেন ৯ রান খরচায় ৫ উইকেট।

আরও পড়ুন: ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ টাইগ্রেসদের

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply