টিসিবির পণ্য চুরির অভিযোগে কাউন্সিলের বিরুদ্ধে বিক্ষোভ গাজীপুরে

|

গাজীপুর প্রতিনিধি:

টিসিবির পণ্য চুরি করে খোলা বাজারে বিক্রি করার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে গাজীপুর সিটির এক কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বাসিন্দারা। ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মামুন মন্ডলের বিচারের দাবিতে বিক্ষোভ করে তারা।

রোববার (২৭ মার্চ) সকালে আয়োজিত হয় এ বিক্ষোভ সমাবেশ। শহরের প্রধান সড়ক জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রথমে মানববন্ধন করে সাধারণ মানুষ। এর কিছুক্ষণ পর রাস্তায় নেমে বিক্ষোভ করে তারা। এ সময় জনগুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

জানা যায়, গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় সম্প্রতি গুদাম থেকে টিসিবির তেল, চিনি ও দয়াল উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় শাহীন নামে এক ব্যবসায়ীকে।

তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গ্রেফতারকৃত ওই ব্যবসায়ীর কাছে টিসিবি পণ্য বিক্রয়কারী হলেন জাহাঙ্গীর ও রফিক কাউন্সিলের সহকারী ও তার মদদপুষ্ট।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply