রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন মন্তব্যে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়েছে বলে মন্তব্য করেছেন বর্ষীয়ান মার্কিন কূটনীতিক রিচার্ড হাস। তার মতে, বাইডেনের মন্তব্যে যুদ্ধাবস্থার ঝুঁকি কমেনি, বরং বেড়েছে। খবর বিবিসির।
বৈদেশিক সম্পর্কের ইউএস কাউন্সিলের প্রেসিডেন্ট রিচার্ড হাস আরও বলেন, বাইডেনের মন্তব্যে পরিস্থিতি যে ঘোলাটে হয়েছে, তা সুস্পষ্ট। তবে ক্ষতি প্রশমনের জন্য কী করতে হবে, তা একদমই স্পষ্ট নয় তার মন্তব্যে। তবে আমার পরামর্শ হচ্ছে, প্রধান সহযোগীদের নিয়ে বাইডেনের এই বার্তাটি স্পষ্ট করতে হবে যে, রুশ সরকারের মোকাবেলা করতে প্রস্তুত আছে মার্কিন যুক্তরাষ্ট্র।
রিচার্ড হাস এরপর আরও বলেন, রুশ সরকারের ক্ষ্মতায় কে আছে তা নিয়ে হোয়াইট হাউস থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়। বরং, এতদিন পুতিন যা বিশ্বাস করে এসেছেন, হোয়াইট হাউসের বার্তায় সেটিই স্থায়ীত্ব পাবে। নিঃসন্দেহে এই পদক্ষেপকে সাধুবাদ জানানো যাচ্ছে না। কারণ, এতে যুদ্ধের পরিধি ও সময়কাল দুটোই আরও দীর্ঘ হবার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন: শটগান দিয়ে মিসাইল আটকানো সম্ভব নয়, যুক্তরাষ্ট্রের প্রতি জেলেনস্কির ক্ষোভ
এম ই/
Leave a reply