‘যে যত সোশ্যাল মিডিয়ায় থাকবে, সে তত প্রেসার নেবে’

|

গণমাধ্যমের সাথে কথা বলছেন মাশরাফী বিন মোর্ত্তাজা।

বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজা বলেছেন, যে যত সোশ্যাল মিডিয়ায় থাকবে সে তত প্রেশার নেবে। তাছাড়া, সোশ্যাল মিডিয়া সবসময়ই ডেঞ্জারাস, খেলোয়াড়দের জন্য তো আরও বেশি। ভালো খেলা, খারাপ খেলা বা মাঝারি খেলা- সব কিছুর জন্যই আলাদা ফিডব্যাক আছে সেখানে।

রোববার (২৭ মার্চ) গণমাধ্যমের সাথে কথা বলার সময় বিভিন্ন বিষয়ে কথা বলেন বাংলাদেশের ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ মাশরাফী। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের কেমন আচরণ করা উচিত, সে প্রসঙ্গে মাশরাফী বলেন, সবার কথা বলছি না। তবে যে খেলোয়াড়েরা সোশ্যাল মিডিয়া ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না, তাদের এটি এড়িয়ে চলাই ভালো। ক্রিকেটারদের মনে রাখা উচিত, কেবল মাঠের পারফরমেন্সই আসল। সেটা ভালো হলে বাকি সবকিছু ভালোভাবেই চলে।

তাসকিন আহমেদের দুর্দান্ত ফর্ম এবং আইপিএলে সুযোগ পাওয়া নিয়েও কথা বলেন মাশরাফী। তিনি বলেন, তাসকিন যেভাবে পরিশ্রম করেছে, ও তার ফলাফল এখন পাচ্ছে। তবে পা মাটিতে রাখতে হবে তাসকিনকে। মনে রাখতে হবে যে, তার কাজ মাঠে, বাইরে না। তবে, দেশের স্বার্থে আইপিএলে খেলতে না যাওয়ার ব্যাপারটাও ভাবতে হবে। এটি অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো সিদ্ধান্ত। তবে  ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যেমন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডকে আইপিএল না খেলে কেবল টেস্ট ক্রিকেট খেলার কারণে রিওয়ার্ড দেয়, আমাদের বোর্ডেরও উচিত তেমন কিছুর ব্যবস্থা করা। এতে করে জাতীয় দলে খেলার জন্য ক্রিকেটাররা নিবেদিত হয়, তাদের মন ভালো থাকে। 

আরও পড়ুন: বিশ্বের যেকোনো দলের চেয়ে বাংলাদেশের অভিজ্ঞতা বেশি: মাশরাফী

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply