নারীদের জন্য শিক্ষা ও কর্মের সুযোগ বেড়েছে। তাই বাবা-মায়ের উচিত মেয়েকে বাল্যবিবাহ না দেয়া; বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (২৭ মার্চ) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত বাল্যবিবাহ নিয়ে এক সেমিনারে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। দীপু মনি বলেন, বাল্যবিবাহ দেয়া মানবাধিকার লংঘন। তাই সবাইকে এই অপরাধ দমনে একযোগে কাজ করতে হবে।
বাল্য বিবাহ বন্ধে দেশে আইন আছে উল্লেখ করে তিনি বলেন, সামাজিক অপরাধ শুধু আইন দিয়ে মোকাবেলা করা যায় না। বাল্যবিবাহ বন্ধে বাবা-মা ও আত্মীয়রা ভালো ভূমিকা রাখতে পারেন।
/এমএন
Leave a reply