সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
সিরাজগঞ্জের সলঙ্গা থেকে ১৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
রোববার (২৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে নলকা ব্রীজ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কোল্লাপাথর গ্রামের শাহ আলমের ছেলে লিটন মিয়া, কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার আসাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে মঈনুদ্দিন চিশতি এবং সিলেটের কোতোয়ালী থানার শামিমাবাদ এলাকার হারুন অর রশিদের ছেলে মাইক্রোবাস চালক সোহেল খান।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। তল্লাশিকালে মাইক্রোবাসটি থেকে ১৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। এ সময় র্যাব সদস্যরা মাইক্রোবাসটি জব্দ ও মাইক্রোবাসের চালকসহ তিনজনকে আটক করে।
পুলিশ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, তারা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির জন্য গাঁজাগুলি পরিবহণ করছিল। পরে তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় মাদক বিরোধী আইনে মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়।
এসজেড/
Leave a reply