রাজধানীর শাহজাহানপুরে জোড়া খুনের ঘটনার শ্যুটার আকাশকে আদালতে তোলার কথা রয়েছে আজ।
রোববার (২৭ মার্চ) রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতিকে গুলি করে হত্যাকারী মাসুম মোহাম্মদ ওরফে আকাশকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। একটি সংবাদ সম্মেলনে ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার জানান, ভাড়াটে খুনি মাসুম পাঁচদিন আগেই এ কাজে চুক্তিবদ্ধ হয়েছিল। তিনদিন আগে সে টিপুর নাম জানতে পারে।
গত বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুরে প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, হত্যাকাণ্ডের পরদিন গাড়িতে করে জয়পুরহাটে চলে যায় মাসুম৷ সেখানে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করে সে। পরে সে বগুড়ায় অবস্থান নিলে সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
মাসুমের নামে আরও একটি হত্যা মামলা রয়েছে বলে জানান ডিবি প্রধান। ইন্ধনদাতাসহ বাকি সবাইকে খুঁজে বের করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এখন পর্যন্ত সাতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন, টিপুর ঘনিষ্ঠ ও রাজনৈতিক দূরত্ব রয়েছে এমন কাউকেই সন্দেহের বাইরে রাখা হচ্ছে না। খুব শিগগির চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের জট খুলবে বলে আশাবাদ ব্যক্ত করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
/এডব্লিউ
Leave a reply