চট্টগ্রামে চাইল্ড কেয়ার ক্লিনিকে প্রসূতি মাকে জীবিত শিশুর বদলে মৃত শিশু দেয়ার ঘটনার তদন্ত প্রতিবেদনে অসঙ্গতি ধরা পড়ায় পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবারের মধ্যে পুনঃতদন্তের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ঘটনার জন্য চাইল্ড কেয়ার কর্তৃপক্ষের নার্সদের গাফিলতিকে দায়ী করে আজ তদন্ত প্রতিবেদন দাখিল করে ৩ সদস্যের কমিটি। তবে ক্লিনিকের নথিপত্রের তথ্য ও ল্যাব টেস্টের রিপোর্টে গরমিল, ডেথ সার্টিফিকেটে ভুল, চিকিৎসকদের স্বাক্ষর থাকলেও তাদেরকে বাঁচাতে শুধুমাত্র নার্সদের গাফিলতিকে দায়ী করা এবং পুলিশী তদন্তের বিষয়টি এড়িয়ে যাওয়াসহ বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায় প্রতিবেদনে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা এসব অসঙ্গতি তুলে ধরে এ প্রতিবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললে পুনঃতদন্তের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদফতর। গেল ১৭ এপ্রিল রাতে চাইল্ড কেয়ার ক্লিনিকে সদ্যজাত কন্যা শিশুর বদলে প্রসূতি মায়ের হাতে মৃত ছেলে শিশু দেয়ার ঘটনা ঘটে।
Leave a reply