মেক্সিকোয় মোরগ লড়াইয়ে এলোপাতাড়ি গুলি, নিহত ১৯

|

ছবি: সংগৃহীত

মেক্সিকোর মধ্যাঞ্চলে মোরগ লড়াইয়ের এক অনুষ্ঠানে বন্দুকধারীর হামলায় অন্তত ১৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। রোববার (২৭ মার্চ) সন্ধ্যায় মিচোয়াকান রাজ্যের লাস টিনাজাস শহরে একটি সমাবেশকে লক্ষ্য করে এ হামলার ঘটনা ঘটে।

ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বন্দুকধারীরা একটি মোরগ লড়াইয়ের আসরে হামলা চালায় এবং উপস্থিত ব্যক্তিদের উপর তুমুল গুলি বর্ষণ করে। ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, লাস টিনাজাসে নিহতদের মধ্যে ১৬ জন পুরুষ এবং তিনজন নারী। তারা সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে বিভিন্ন গাড়িতে করে পালিয়ে গেছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply