সরকার পরিবর্তন হলে জবাবদিহি করতে হবে: পুলিশ কর্মকর্তার উদ্দেশে ফখরুল

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারী কর্মকর্তা হয়ে সাবেক প্রধানমন্ত্রীকে কটুক্তি করা বিস্ময়কর; সরকার পরিবর্তন হলে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের এক আলোচনা সভায় পুলিশ প্রধান ও ডিএমপি কমিশনারের উদ্দেশে তিনি এই মন্তব্য করেন। বলেন, সরকারের বেআইনি আদেশ পালন করছে বলেই নিষেধাজ্ঞা পেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

মির্জা ফখরুল ইসলাম এ সময় ঢাকা-টরেন্টো ফ্লাইট চালু প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরাসরি টাকা পাচারই এর মূল উদ্দেশ্য। দেশের কিছু মানুষের হাজার হাজার কোটি টাকা হয়েছে। কিন্তু বাকিদের অবস্থা শোচনীয়। গণজাগরণের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। পেশাজীবীদের শক্তিশালী সংগঠন গড়ে তোলার তাগিদ দেন বিএনপি মহাসচিব।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply