বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর হাতে বন্ধু খুন

|

ফাইল ছবি

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোংলায় পূর্ব শত্রুতার জেরে বন্ধুর ছুরিকাঘাতে মো. শাহীন (৩৫) নামের এক যুবক খুন হয়েছে।

সোমবার (২৮ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে মোংলা পোর্ট পৌরসভার ছাড়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মোংলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, নিহত হবার খবর শুনে মোংলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । তিনি জানান, মারুফ (৩৫) নামে এক কাঠমিস্ত্রীর সাথে নিহত শাহীনের এক সময় বন্ধুত্ব ছিল পরে তার স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করলে তাদের মধ্যে শত্রুতা শুরু হয় । এ ঘটনার জেরেই এ খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রাশিদা বেগম ও জামাল হোসেন জানান, রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে এক যুবক শাহীনের পেটের বাম পাশে ছুরি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় আমরা তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে আসি।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. সিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগে পথেই শাহীনের মৃত্যু হয়েছে।

মোংলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আসিফ ইকবাল বলেন, শাহীন নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হওয়ার খবরে আমরা হাসপাতালে আসি। এ ঘটনায় আইনি১ প্রক্রিয়াসহ আসামি গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।


/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply