অস্কারকাণ্ড: বিবৃতি ক্রিস রকের কাছে দিয়ে ক্ষমা চাইলেন উইল

|

ছবি: সংগৃহীত।

অস্কার আয়োজনে চড় মারার ঘটনায় উপস্থাপক ও কমেডিয়ান ক্রিস রকের কাছে ক্ষমা চাইলেন হলিউড তারকা উইল স্মিথ। স্বীকার করেছেন, সীমা লঙ্ঘন ও ভুল কাজ করেছেন তিনি। এমনকি নিজের এই কাজের ব্যখ্যাও দেন স্মিথ।

স্থানীয় সময় সোমবার (২৯ মার্চ) ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে নিজের কর্মকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য ও অমার্জনীয়’ হিসেবে আখ্যা দেন অভিনেতা। নিজের আচরণের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, স্ত্রী জেডার শারীরিক অবস্থা নিয়ে রসিকতা সহ্য করতে পারেননি তিনি। তাই আবেগতাড়িত হয়েই করে ফেলেছেন এমন কাণ্ড।

এর আগে রোববার রাতে অস্কার পুরস্কারের মঞ্চে তার স্ত্রী জেডাকে নিয়ে কৌতুক করছিলেন উপস্থাপক ক্রিস রক। জেডাকে জি-আই জেইন ছবির টাকমাথার চরিত্রের সাথে তুলনা করেন তিনি। এতে রেগে গিয়ে মঞ্চে উঠে যান উইল স্মিথ। সপাটে চড় বসিয়ে দেন ক্রিসের গালে।

এ ঘটনায় নিন্দা জানায় অস্কার আয়োজকদের প্রায় ১০ হাজার সদস্য। সম্মানজনক পুরস্কারের মঞ্চে অপ্রীতিকর আচরণের জন্য স্মিথের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানায় তারা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply