কারও সঙ্গে যুদ্ধ নয়, আক্রমণ প্রতিরোধে প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কারও সঙ্গে যুদ্ধ নয়। তবে আক্রান্ত হলে তা প্রতিরোধ করার জন্য প্রস্তুত বাংলাদেশ। সেভাবেই সশস্ত্রবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। শেখ রাসেল সেনানিবাসের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৯ মার্চ) সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে শেখ রাসেল সেনানিবাসের উদ্বোধন করেন তিনি। জাজিরায় স্থাপিত এই সেনানিবাস প্রতিষ্ঠাকাল থেকে পদ্মাসেতুর নিরাপত্তা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু চালু হলে দক্ষিণ অঞ্চলের সঙ্গে পুরো দেশের যোগাযোগ সহজ হবে। অর্থনৈতিক উন্নয়ন হবে দক্ষিণাঞ্চলের, প্রবৃদ্ধিতেও তা অবদান রাখবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সেনাবাহিনী এই সেতু নির্মাণে সহযোগিতা করেছে। এর নিরাপত্তা নিশ্চিতেও তারা কাজ করবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত সশস্ত্র বাহিনী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply