গণিতে সর্বোচ্চ নম্বর পাওয়ায় দুই শিক্ষার্থীকে দেয়া হলো এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক

|

স্বর্ণপদক প্রাপ্ত তানজিনা আক্তার

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে গণিত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শ্রেষ্ঠ ফল অর্জনকারী ২ জন
শিক্ষার্থীকে এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে। এবার নবম বারের মতো স্বর্ণপদক দেয়া হলো এই কলেজে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৯ মার্চ) বেলা ১১ টায় সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষাব্রতী দাতব্য প্রতিষ্ঠান এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৪ সাল থেকে এ পুরস্কার দেয়া হয়ে আসছে।

জানা গেছে, ২০১৮ সালের স্নাতকোত্তর পরীক্ষায় গণিতে এ কলেজ থেকে শ্রেষ্ঠ ফলাফলের জন্য এ বছর স্বর্ণপদক ও নগদ ১৫ হাজার টাকা লাভ করেন তুহিন মণ্ডল। এবং ২০১৯ সালে অনুষ্ঠিত স্নাতক পর্যায়ের পরীক্ষায় শ্রেষ্ঠ ফল অর্জনকারী হিসেবে স্বর্ণপদক ও নগদ ১০ হাজার টাকা পুরস্কার লাভ করেন তানজিনা আক্তার।

গণিত বিভাগের প্রধান অধ্যাপক কাজী বেলায়েত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি অধ্যাপক শিপ্রা রায়, এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি
রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এস. এম আব্দুল হালিম এবং শিক্ষক পরিষদের
সাধারণ সম্পাদক মো. আশরাফুল আযমসহ কলেজের গণিত বিভাগের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী এবং অন্যান্য
অতিথিবর্গ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply