২০২১ সালেও বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয়েছে: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

|

বাংলাদেশে ২০২১ সালেও মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কঠোর আইনের মাধ্যমে মত প্রকাশ নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানানো হয়।

সোমবার (২৮ মার্চ) অ্যামনেস্টির ‘দ্য স্টেট অব দ্য ওয়ার্ল্ডস হিউম্যান রাইটস’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংস্থাটি জানায়, কর্তৃপক্ষ গুম, বেআইনি আটক, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। বিরোধী রাজনৈতিক দল এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দেয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগ করে দমন করা হয়েছে। ধর্মীয় সংখ্যালঘু ও শরণার্থীরা সহিংস হামলার শিকার হয়েছেন বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এ প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে ডিজিটাল সিকিউরিটি আইনের কথাও উল্লেখ করা হয়েছে। এই আইনের আওতায় ৪৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply