পুতিনকে সতর্ক করতে রুশ জাহাজ আটক করলো ব্রিটেন

|

ছবি: সংগৃহীত।

রাশিয়ান ব্যবসায়ীর মালিকানাধীন ৩৮ মিলিয়ন পাউন্ডের একটি বিলাসবহুল প্রমোদতরি আটক করেছে যুক্তরাজ্য। প্রমোদতরিটি লন্ডনের ক্যানারি ওয়ার্ফ ফিনান্সিয়াল জেলায় ডক করা ছিল। যুক্তরাজ্য সরকারের বরাতে মঙ্গলবার (২৯ মার্চ) এ তথ্য জানায় আল জাজিরা।

‘ফি’ নামে লম্বায় প্রায় ১৯২ ফুট নেদারল্যান্ডসে নির্মিত এই জাহাজটি রাশিয়ার উপর যুক্তরাজ্য সরকারের ব্যাপক নিষেধাজ্ঞার অধীনে আটক করা হয়। নিষেধাজ্ঞার আওতায় এই জাহাজটিই প্রথম, যেটিকে আটক করা হয়েছে।

যুক্তরাজ্য সরকার বলছে, ‘ফি’ নামের এই জাহাজটির মালিকানা একজন রাশিয়ান নাগরিকের। কিন্তু সেই মালিকানা ইচ্ছাকৃতভাবে লুকানো ছিল। জাহাজটি সেন্ট কিটস এবং নেভিসের একটি কোম্পানির মালিকানায় নিবন্ধিত এবং এটি মাল্টিজ পতাকা বহন করে।

আরও পড়ুন: ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে ইইউভুক্ত ৪ দেশ থেকে রুশ দূতাবাস কর্মকর্তা বহিষ্কার

দেশটির পরিবহন সচিব গ্রান্ট শ্যাপস এক বিবৃতিতে বলেন, আজ আমরা ৩৮ মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল রুশ প্রমোদতরি আটক করেছি। যা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির শক্তি এবং সম্পদের জন্য একটি স্পষ্ট এবং কঠোর সতর্কতা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply